আত্মহত্যা নয়, বরং ঘুরে দাঁড়ানােই প্ররােচিত ঘটনার প্রকৃত জবাব। কারণ নিজের চেয়ে। অপরিহার্য বা ইনএভিট্যাবল পৃথিবীতে আর কিছু নেই, অন্যকিছু তাে নয়ই। সময়ই সবকিছুর নিয়ন্তা। জীবনের শেষ পর্যন্ত দেখে যাওয়াই জীবনের ধর্ম। গ্র্যান্ডফাদার্স ক্লকের মতাে ভূয়ােদর্শী অনামিকার সম্ভাব্য শ্বশুর শেগুফ্ৰত বখত চৌধুরীর কথায় প্রতীতি জন্মেছিল বলেই এগিয়ে গিয়েছিল অনামিকা। আশহার নয়, এই উপন্যাসের নায়ক তাই শেগুত বখত চৌধুরী। জটিল সব চরিত্র ও ঘটনাকে আপন দক্ষতায় সাবলীলভাবে উপস্থাপন করেছেন উপন্যাসের লেখিকা, সহজ স্বাভাবিক ভাষার গাঁথুনি যার শক্তি।