“সম্পর্কের দেয়াল” বইয়ের সংক্ষিপ্ত কথা:
মানুষের পৃথিবীতে আসা, আবার চলে যাওয়া। মাঝে নির্দিষ্ট কিছু সময়ে সম্পর্কের বলয়ে নিজস্ব বােধ শক্তিতে হেঁটে বেড়ানাে। এটার নামই জীবন। কিন্তু ভালাে-মন্দের বিচার বােধে বেঁচে থাকা মানুষেরাই সে সম্পর্কের ভীতগুলাে মজবুত করে, আবার ভেঙ্গেও ফেলে। সৃষ্টিতত্ত্বের নিগূঢ়তম ভাবনাগুলাে কিছু কিছু মানুষের জীবনে শূন্যতা তৈরি করলেও কিছু কিছু মানুষের জীবনে সে ভাবনাগুলাে জাগেইনা কখনও। পৃথিবীর জীবনকেই আসল জীবন মনে করলেও মৃত্যুকে এড়াতে পারে না কেউ। অথচ প্রত্যেকটি মানুষকে মৃত্যুর কথা ভাবতেই হয়। | স্রষ্টা এবং তার সৃষ্টির মাঝে একটা সম্পর্কের শক্ত দেয়াল থাকলেও মানুষ সেটাকে প্রকৃত মনের চোখ ছাড়া দেখতে পায় না। পৃথিবীতে মানুষের জীবনের প্রেম, বাস্তবতা, স্রষ্টার বিশ্বাস, পরবর্তী জীবনের ভাবনা নিয়ে লেখা কবিতাগুলাে পাঠকের ভালাে লাগবে।