“পলায়ন” বইয়ের ফ্ল্যাপের লেখা:
সমাজ সংসার ছেড়ে পালাতে বাধ্য হওয়া যুবক সাধক রাজ। সে সাধারণের সমাজে সুখি হয়ে বাঁচতে না পেরে জীবনকে ছেড়ে দেয় জীবনের মতাে করেই। তবুও তাকে উপভােগ করতে হয় যৌনতা আর সংসারের মতাে বিচিত্র অভিজ্ঞতা। যা তার ভালােলাগে না। একসময় জীবনের মানে খুঁজতে গিয়ে ধর্মের চোখে সামনে দুটি পথ দেখতে পায় সে। একটি পৃথিবীর জীবনে সুখ ভােগের আরেকটি পরপাড়ের। অবশেষে সে সিদ্ধান্ত নেয় পৃথিবীতে ক্ষণিকের জীবনের পথ ছেড়ে পরপাড়ের দীর্ঘ জীবনের পথ হাঁটার। এতেই সে সুখি হতে পারে এবং নিজের জন্মকে স্বার্থক মনে করে।