“নন্দিত নগরে” বইয়ের ফ্ল্যাপের লেখা:
সমাজের নানা পেশার মানুষের বহু বিচিত্র উপাখ্যান এই বইয়ের পাতায় পাতায় বর্ণিত হয়েছে- কখনও গল্পের ঢঙে, কখনও মুক্তগদ্যের আঙ্গিকে আবার কখনও-বা পাখির চোখে দেখার দৃষ্টিতে। লেখক নিজে তাঁর জীবনের বহুরৈখিক অভিজ্ঞতাকে জাদুমাখা স্বাদুগদ্যে ‘নন্দিত নগরে তুলে ধরেছেন। ‘নন্দিত নগরে’র গল্পে লেখক আমাদের অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির চমৎকার চিত্র এঁকেছেন। পাশাপাশি দেশের নারীরাও যেসব ক্ষেত্রে নিজেদের অপরিহার্য আর যােগ্য করে তুলছেন, তার উল্লেখ আছে বিভিন্ন গল্পে। পাঠক এই বইয়ের গল্পগুলি পড়তে পড়তে নিজেও প্রবেশ করবেন এক নতুন ভুবনে। জীবনের ছােট ছােট কথা, ঘটনা আর সফলতা-ব্যর্থতার এক অনন্য দলিল ‘নন্দিত নগরে।