“উপাচার্য উপাখ্যান” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
উপাচার্য উপাখ্যান মূলত কতগুলাে ছােট গল্পের সমাহার। এসব গল্পের ভেতর একজন উপাচার্যের অভিজ্ঞতা নানা উপমা আর ব্যঞ্জনায় ব্যক্ত হয়েছে। তবে এ বইয়ে উপাচার্যের আগে পরের কিছু কথা, ওই সময়ে বিভিন্ন পত্রিকায় লেখা প্রাসঙ্গিক কিছু। প্রবন্ধও রয়েছে।
উপাচার্য উপাখ্যান বইয়ের পাতায় পাতায় বিভিন্ন ঘটন-অঘটনের বয়ান ও ব্যাখ্যা রয়েছে। এসব ব্যাখ্যা লেখকের সম্পূর্ণ নিজস্ব দৃষ্টিকোণ থেকে। তবে সাধারণ পাঠকের কাছে এসব ব্যাখ্যা-বিশ্লেষণের পক্ষে-বিপক্ষে মতামত থাকতেই পারে। যতটুকু সম্ভব রাগ-বিরাগ বা ভালােবাসার প্রভাবকে পরিহার করে গল্পের আদলে এসব লেখার চেষ্টা। উপাচার্য উপাখ্যান বইয়ের নানা বর্ণিল ঘটনা আমাদের চারপাশের মানুষের ঘটনা। সাবলীল ভাষা আর চমক্কার বর্ণনা রীতিতে বইটি পাঠকের কাছে সুখপাঠ্য হবে—এরকম প্রত্যাশা করা যায়।