“টুনটুনির গল্প” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বাস্তবধর্মী ও রূপকথার কাহিনির সমন্বয়ে সমকালীন বিষয়ে লেখা টুনটুনির গল্প তার চমৎকার এক সৃষ্টি। ছােটবড় মিলিয়ে সাতটি গল্প নিয়ে বইটি। গাল্পিক আঙ্গিক নির্মাণে লেখক এতে মানবিক দুঃখবােধের ইঙ্গিত করেছেন বারবার। ছােট ছােট বাক্যে চমৎকার শৈল্পিকতায় লেখক এগিয়ে নিয়েছেন গল্পের জুড়ি। অবুঝ টুনটুনির হারিয়ে যাওয়া পিতৃস্নেহ টেনে তুলেছেন অপূর্ব নিপুণতায়। নিজের জীবন দিয়ে যে ভালােবাসার মুখে হাসি ফুটাল, তাকেই ফিরে যেতে হলাে একদিন। নিম্নশ্রেণির মানুষ বলে যাকে অবজ্ঞা করা হয় কেবল সে-ই বিত্তশালী কন্যার বুকভরা হাহাকার উপলব্ধি করতে পারে; পরম মমতায় তাকে বুকে টেনে নেয়। তবু সে নিম্নশ্রেণির লােক। এই তার পরিচয়। কখনাে সে মানুষ হয়ে উঠতে পারে না। সমাজের এ সকল বঞ্চিত ও উপেক্ষিত শ্রেণির চিত্রায়ণে লেখক সার্থকতার পরিচয় দিয়েছেন।