ছোট্ট বন্ধুরা, তোমরা গল্প পড়তে, গল্প বলতে, দারুণ পছন্দ করো। আর এই গল্প যদি হয় জীবনধর্মী তবে তো কথাই নেই। তাই তোমাদের পছন্দের কথা মাথায় রেখেই এই বইটিতে রয়েছে ভিন্ন স্বাদের কিছু মজার মজার গল্প। যা তোমাদের যেমন আনন্দ দেবে তেমনি এই গল্পের ভিতর খুঁজে পাবে নতুন জীবনের রস ও গন্ধ। কিছু সংগ্রামী জীবনের সুর।
মানুষ হলেও যারা ছোট্ট, তাদেরও থাকে দুঃখ। থাকে কষ্ট। মানুষ সবাই, তবু এই সমাজ সংসারে কেন এত অশান্তি? তাহলে কি বলব, মনুষ্যত্ব আমাদের ছেড়ে চলে গেছে। না, মনুষ্যত্ব আমাদের ছেড়ে চলে যায়নি। আমরা ঘুমিয়ে পড়েছি। পরের থেকে নিজের কথা বেশি ভাবছি। আমাদের অন্তরটা শক্ত হয়ে গেছে। মায়া-মমতার অভাব দেখা দিয়েছে আমাদের অন্তরে। তাই মানুষের কষ্ট দেখেও নিজের হাসিটাকে অনায়াসে বজায় রাখতে পারি। আশা করি এই বইটি তোমাদের সুপ্ত চেতনাকে একটু হলেও আলোড়িত করবে।