গুলির শব্দ শুনে চমকে ওঠে আরােয়া। সে দূর থেকে দেখতে পেলাে ঈশান ধীরে-ধীরে বালুর ওপর পড়ে যাচ্ছে, তার ভালােবাসা পড়ে যাচ্ছে, তার জীবন পড়ে যাচ্ছে, তার সুখ পড়ে যাচ্ছে। সে একছুটে ঈশানের কাছে চলে আসে, ঈশানকে ডাকে কিন্তু ঈশান কথা বলে না, সেই ডাকে সাড়া দেয় না, চোখ মেলে তাকায় না। আরােয়া জ্ঞান হারিয়ে ফেলে। এয়ারশিপ থেকে লুইপা, রিবেল, সুরা নামের ভিন গ্রহের তিনজন মানুষ বিশেষ কিছু ক্ষমতা নিয়ে সমুদ্র সৈকতে নামে। তারা ঈশানের নিথর দেহ দেখতে পায়, রক্তভেজা চেহারা দেখতে পায়, তারা একদল সন্ত্রাসী যুবককে দেখতে পায় । ঈশানের বুকে কান পেতে সুরা কিছু শােনার চেষ্টা করে । ঈশান বেঁচে আছে বুঝতে পেরে সুরা শিহরিত হয়, তার ভালাে লাগে। তারা ঈশানকে যুবকদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে হাসপাতালে আসে। ঈশান বেঁচে ওঠে কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। ঈশান বেঁচে আছে শুনে পৃথিবীর কিছু মানুষ বারবার ওকে আঘাত করার চেষ্টা করে কিন্তু প্রতিবারই ওরা তিনজন ভিন্ন-ভিন্ন কৌশলে, নিজেদের ক্ষমতা দিয়ে ঈশানকে লুকিয়ে ফেলে, বাঁচিয়ে রাখার চেষ্টা করে, স্মৃতি ফেরার অপেক্ষায় থাকে। ঈশানের স্মৃতি ফেরানাের জন্য ওর নিউরনে কিসিকিসির প্রয়ােজন যা কেবল আরােয়ার কাছেই আছে। আরােয়া কি আসবে ঈশানের স্মৃতি ফেরানাের জন্য?