মায়াদ্বীপের গল্প ভবিষ্যতের। একটি দ্বীপ। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে। তবে এর বাসিন্দারা বাঙালি ও গ্রামীণ জীবন যাপন করছে। দ্বীপের শাসনভার এক কোম্পানির হাতে। গ্রামবাসীর কাছে ওই কোম্পানিই হলাে সরকার। তারাই সর্বেসর্বা। গ্রামবাসীর কাছে তাদের দ্বীপটাই আস্ত একটা দেশ। বাংলাদেশের অস্তিত্ব সম্পর্কেই তারা জানে না। তাদের রীতিনীতি গ্রামীণ হলেও গ্রামে বেশ কিছু উন্নত যন্ত্রপাতি আছে। সেগুলাের নিয়ন্ত্রণ আবার কোম্পানির কাছে। আসলে এ গ্রামটা হলাে একটা সিমুলেশন গ্রামের মতাে। কোম্পানির ভেতর সব উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তি আছে। গ্রামের লােকজনের সেসব নিয়ে মাথাব্যথা নেই। তবে অন্তু নামে এক সাহসী কিশােরের মনে প্রশ্ন জাগে। সে বেরিয়ে পড়ে দ্বীপ ছেড়ে। আবিষ্কার করে তাদের মতােই আরেকটা দ্বীপ। সেই কাহিনি…