“শক্তি ও জ্বালানি” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
“শক্তি ও জ্বালানির ব্যবহার সভ্যতার অগ্রযাত্রার সূচক। মানুষ যেদিন থেকে আগুন জ্বালাতে শিখেছে সেদিন থেকেই নিজের জীবন মান উন্নয়নের জন্য জ্বালানি পুড়িয়ে শক্তির ব্যবহার শুরু করেছে। কিন্তু আমরা দেখছি শক্তির উত্তরােত্তর ব্যবহার আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আবার একই সাথে সেই শক্তির ব্যবহারের কারণেই পরিবেশ বিপর্যয়ে সভ্যতা হুমকির মুখে পড়ছে। এই সংকট মােকাবেলায় সাধারণ মানুষ হিসেবে আমাদের সকলেই প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে অবদান রাখা জরুরি হয়ে পড়েছে। তবে তার জন্য বিষয়গুলাে সম্বন্ধে ন্যূনতম ধারণা রাখা চাই। এই প্রেক্ষাপট থেকেই বইটি লেখার প্রয়াস। বইটি থেকে শক্তি ও জ্বালানির ব্যবহার, সংকট ও সমাধান, পরিবেশ ও জলবায়ুর উপর এর প্রভাব এবং সেসব মােকাবেলার উপায় সম্বন্ধে জানা যাবে। পাশাপাশি শক্তি ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা তৈরি হবে।”