“লিংক পেতে লিংকডইন” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বর্তমান সময়ে প্রফেশনালদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যােগাযােগ মাধ্যম হচ্ছে লিংকডইন। চাকরি কিংবা ব্যবসা যাই হােক না কেন, লিংকড এক অপরিহার্য মাধ্যম। কিভাবে লিংকডইনে আপনি একাউন্ট খুলবেন, কিভাবে প্রােফাইল বানাবেন, কিভাবে রিকমেন্ডেশন পাবেন, এন্ডাের্সমেন্ট বাড়াবেন, সকল বিষয়ে সম্পূর্ণ দিক নির্দেশনা রয়েছে এই বইটিতে। আশাকরি, বইটি আপনার প্রফেশনাল লাইফে খুব হেল্পফুল হবে।