“ডোনাল্ড ট্রাম্প” বইয়ের ফ্ল্যাপের লেখা:
একটা মানুষ কতটা শয়তান না হলে এরকম একটা ইবলিসকে নিয়ে বই লেখার কথা চিন্তা করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্পকে নিয়ে বই লিখছি এরকম ঘােষণা দেয়ার পর এই কথাটা লিখেই কেউ একজন প্রথম কমেন্ট করেন। বইটি যখন প্রকাশক মহােদয়কে দিবাে, তার প্রায় এক সপ্তাহ আগে থেকে বইয়ের শেষ মুহুর্তের ফিনিশিং টাচ দিচ্ছিলাম। কীভাবে বইটা শুরু করবাে, এই নিয়ে দুই রাত চিন্তা করে কাটিয়েছি। তারপর হঠাৎ এই কমেন্টটা চোখে পড়লাে, তখন মনে হলাে এটাই হােক বইয়ের প্রথম লাইন।