শাহনাজ বেগমের ‘ভালােবাসার মৃত্যু নেই’ সমকালীন বাংলাদেশি ফিকশানের ভুবনে এক অনবদ্য সংযােজন। গ্রন্থ জুড়ে মােট পাঁচটি ছােটগল্প স্থান পেয়েছে। এসব গল্পে চিরায়ত মানবিক অনুভূতি, চাওয়া-পাওয়া, আকাঙ্ক্ষা, না পাওয়ার বেদনা প্রভৃতি বিষয়গুলাে সবিশেষ যত্নে পাঠকের সামনে উপস্থাপন করা হয়েছে। গ্রন্থভুক্ত প্রথম গল্প ‘ভালােবাসার মৃত্যু নেই’গল্পতে শাশ্বত মানবিক অনুভূতি ও নারী-পুরুষের ভালােবাসার এক মায়াময় পটচিত্র তৈরি করা হয়েছে । এ গল্পে পাঠককে এমন এক মাত্রার মুখােমুখি হতে হয় যা অনিবার্য। আবার ‘দেয়াল’ কিংবা অন্ধকার এক জীবন’ এর মতাে গল্পগুলাের প্লট একেবারেই সরল, স্বাভাবিক কিন্তু এগুলাের অন্তর্নিহিত ভাব কালের গণ্ডি পেরিয়ে সবকালে ব্যাপৃত। একইভাবে ‘মানুষ’-এর মতাে একটি গল্পের বয়ান আমাদের নিয়ে যায় এক অকাট্য সত্যের কাছে। এ সত্যকে আমরা আপাতত এড়িয়ে গেলেও তা থেকে পালানাের পথ কারাে নেই।
ভালােবাসার কোনাে রং নেই- তাই বলে ভালােবাসা কখনও ফিকেও হয় না- এমন একটি অনুভূতির জন্ম পাঠকমনে হবে গল্পগুলাে পড়া শেষে।