“প্যারাসাইকোলজি : যুগল মানব” বইয়ের ফ্ল্যাপের লেখা:
সায়েন্স ফিকশনের অভিজাত ঘরানা ‘স্পেকুলেটিভ ফিকশন’। বর্তমানের সত্যিকারের তত্ত্ব বা আবিষ্কারের উপর ভিত্তি করেই এমন কিছু ‘ভবিষ্যতিক’ চিত্র আঁকা হয় যা বাস্তব হয়ে ওঠার প্রবল সম্ভাবনা থাকে। প্যারাসাইকোলজি ফিকশন ‘দ্বিখণ্ডিত’ ছিল এই ঘরানায় লেখা হাসান তারেক চৌধুরীর প্রথম বই। এই বইয়ের মাধ্যমেই পাঠকের সঙ্গে পরিচিত হন ডা. মাহমুদা হােসেন- একজন নিবেদিত প্রাণ নিউরােসায়েন্টিস্ট। দারুণ মেধাবী, ব্যক্তিত্বপূর্ণ এই নারীবিজ্ঞানী মানব মস্তিস্কের অতিপ্রাকৃত সব রহস্য ভেদ করে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার আর তত্ত্বের উন্মােচন করে থাকেন। ডা. মাহমুদার রহস্যময় আরেকটি অভিযান নিয়ে হাসান তারেক চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস ‘যুগল মানব’। এক নিভৃতচারী যুবকের একাকিত্ব তাকে তৈরি করে দিয়েছে সম্পূর্ণ ভিন অসাধারণ এক জগৎ। এই অদ্ভুত জগতে প্রতিদিন একটি স্বপ্ন সে বার বার ঘুরে-ফিরে দেখে, যেখানে আছে এক ভিন্ন পরাবাস্তব। স্বপ্নে একটি মেয়েকে ভালােবাসে রাকিব, যার মায়াবী টানে সে ভুলে যায় গণ্ডিতে বাঁধা তার জীবনের সব দীনতা। কিন্তু সহসাই অদ্ভুতভাবে পাল্টে যায়, তার জীবন, আর এই পাল্টে যাওয়া জীবনের প্রতি মুহূর্তে সে দেখতে পায় ভিন্ন। ভিন্ন বাস্তবতা, মুখােমুখি হয় অদ্ভুত সব পরিস্থিতির, হঠাৎ করে চলে আসে অকল্পনীয় সব বাক। প্রিয় পাঠক, চলুন ডা. মাহমুদার অভিযানে সঙ্গী হই আমরাও অদ্ভুত রহস্য উন্মোচনে- যার সমাধান হয়তাে পাল্টে দিতে পারে আপনার-আমার জীবনের সংজ্ঞা!