জীবনের অলিতে গলিতে নয়নতারার মত ফুটে থাকে যে অসংখ্য জীবন, তারই বয়ান এই বারো গলি তেরো জাত। মাত্র একটি দিনের বিবৃতিতে যেন। ক্যানভাসে আঁকা হলো অনেকগুলো রঙের অনেকগুলো চরিত্র। কিছুটা খেই হারিয়ে ফেলতে হয়। আবার ঘুরে ফিরে একই গলিতে বসতবাটি বলে। প্রত্যেকেই পারস্পরিক সম্পর্কে সংযুক্ত । সেই সংযোগের সূত্র ধরে এগিয়ে চলে গোটা একটা দিনের কাহিনী যা শেষমেষ বাঁক নিয়েছে এক চমকে । লেখকের মুন্সিয়ানা সেখানটাতে যেখানে কাহিনীর ঝোঁপঝাড়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে শেষদৃশ্যে পাঠক থমকে যাবেন