“চা বাগানের বিচিত্র জীবন” বইয়ের সংক্ষিপ্ত কথা:
বইটি পেশাগত জীবনের সময়কার জীবনী লেখা হলেও এই লেখার ধরন পুরোপুরি উপন্যাসের মতো। লেখকের চাকরিরত অবস্থা সময়কার কথা তুলে এনেছেন। বইটিতে যুদ্ধ পরবর্তী সময়কার বিদেশী কম্পানি দ্বারা পরিচালিত এ দেশের চা বাগানের ভিতরের নানা বিচিত্র তথ্য উঠে এসেছে। চা বাগানের শ্রমীকদের জীবনমান, পরিশ্রম, অধিকারের নানা চিত্র ফুটে উঠেছে।