“জেনারেলদের সাথে” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
জিওসি, বললেন “তা বুঝলাম, হােয়াই আর ইউ নট প্রপারলি ড্রেসড।”
আমি বুঝতে পারলাম না। অফিসাররা যখন খেলার মাঠে থাকেন, কেউ কেউ ট্র্যাকস্যুট পরলেও অনেকেই হাফ প্যান্ট আর টিশার্ট পরেন।
আমি পরেছি সাদা হাফপ্যান্ট আর নীল রঙের টিশার্ট।
তিনি বললেন, “তুমি সাদা গেঞ্জি পরনাই কেন?”
বললাম, “সাদা গেঞ্জি তাড়াতাড়ি ময়লা হয়ে যায় স্যার। আর আমি প্রতিদিন দুই বেলা প্র্যাকটিসে থাকি।”
একটু উত্তেজিত হয়ে তিনি বললেন, “খেলার নামে পায়ে পায়ে ঘুরাঘুরি কর কেন মাঠের মধ্যে? পাকিস্তানে থাকতে আমিও ফুটবল টিমে প্র্যাকটিস করতাম। আমরা সাত আষ্ট মাইল দৌড়াইয়া ওয়ার্মআপ করতাম।”
যারা যথা সময়ে সঠিক কথা বলতে পারেনা। মনের কথা চেপে রাখতে রাখতে একসময় তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আমারাে তাই হলাে, আমি বলে ফেললাম, “এই জন্যেই তাে পাকিস্তান ফুটবলে এত খারাপ!”
জিওসি রেগে আগুন হয়ে গেলেন। বললেন, “তােমার সিও’র কাছে এখন গিয়ে রিপাের্ট করবা। টেল হিম টু টক টু মি।”