“দৌড় বিষয়ে যত কথা” বইটির সম্পর্কে কিছু কথা:
বেশ কয়েকবছর ধরে জাপানি কথাসাহিত্যিক হারুকি মুরাকামির নাম নােবেল জল্পনায় এলেও ২০১৮ সালের সাহিত্যে নােবেল পুরস্কারের হ্রস্বতালিকায় তার নাম থাকার কথাটি পাকাপােক্ত ছিল। কিন্তু সে বছরের পুরস্কারটি বাতিল করা হলে বিশ্বজুড়ে তার ভক্তদের আবারও হতাশ হতে হয়। লেখক মুরাকামি যে একজন সিরিয়াস ম্যারাথন দৌড়বিদ, একথা তাঁর অনেক পাঠকেরই হয়তাে জানা নেই। অগনিত স্বল্প পাল্লার দৌড়ে অংশগ্রহণ করার বাইরে মােট ২৬টি পূর্ণ ম্যারাথন দৌড়েছেন। তিনি এই বইটিকে তাঁর আত্মজীবনী হিসেবে গন্য করা হলেও যদি অনুশীলনের রােজনামচা। মনে করা হয়, কোনাে ভুল হবে না। এই অনুশীলন এবং ম্যারাথন দৌড়ের বর্ণনার সাথে তিনি সফলভাবে যুক্ত করেছেন তার উপন্যাস। লেখার কৌশল ও প্রক্রিয়াকে। বইটিতে পাঠক একজন দৌড়বিদের সমান্তরালে খুঁজে পাবেন একজন সফল কথাশিল্পীকেও।