“তুমি” বইয়ের ফ্ল্যাপ থেকে নেওয়া
আহমেদ রউফ একজন গল্পকার, ছড়াকার ও কবি এবং সম্পাদক, সর্বোপরি একজন সুন্দর মনের মানুষ। তিনি লেখালেখিতে প্রবেশ করেন সেই কৈশর জীবন থেকে । ছােট গল্প দিয়ে তার লেখার আত্মপ্রকাশ। নিয়মিত লিখে চলছেন গল্প, কবিতা, উপন্যাস ও ছড়া। এবারের বইমেলা ২০১৯ এ ‘তুমি’ নামে একটি ছােটগল্পের বই প্রকাশ হয়েছে। এই বইয়ের প্রথম গল্পটি হচ্ছে ‘একটি স্বপ্নের মৃত্যু’ গরিব অসহায় পরিবারে জন্ম নেওয়া একটি মেয়ের জীবন সংগ্রামের কথা এই গল্পটিতে খুবই সুন্দরভাবে প্রকাশ করেছেন। ‘তুমি’ গল্পটি এই বইয়ের দ্বিতীয় গল্প। একটি নিটোল প্রেমের বিয়ােগান্ত গল্প বলা যায় এই ‘তুমি’ গল্পটি। এখানে লেখক প্রেম, বিরহ সর্বোপরি গল্পের নায়কের মৃত্যুর মধ্যে দিয়ে তুমি গল্পটি পরিসমাপ্তি ঘটে । এছাড়াও মায়াজাল, জোৎস্নার জল, শিশির ভেজা ঘাস, লক্ষ হাজার ছালাম, নীল রঙের ছেলেটি, কবি, বাবার মত আমি, বৃষ্টি ও কবিতা, চলে যায় মিথিলা, একটু বসিয়া থাকো ও নৈঃশব্দ্যে তুমি গল্পগুলি রয়েছে। প্রত্যেকটি গল্পই বিভিন্ন ধাচের যা পাঠকের মানসিক চিত্তের খােরাক যােগাবে। প্রত্যেকটি গল্পই তার বিষয়বস্তু আলাদা আলাদা গণ্ডি পেরিয়েছে। জীবন যেখানে থমকে যায়, সেখানে সংঘর্ষ হয় আত্মার নৈতিকতার ও ভালােবাসার। আহমেদ রউফ একজন গল্পকার হিসেবে প্রত্যেকটি গল্প, তিনি মনের মাধুরি মিশিয়ে লিখেছেন কলমের আঁচড়ে। লিখেছেন জীবনের গল্প। আশা করি প্রত্যেকটি গল্প পাঠকের মনের খােরাক মিটাতে পারবে।
-আহমেদ শিপন
প্রচ্ছদশিল্পী