যারা সাহিত্য করেন তাদের ভাষা। জ্ঞানের প্রখরতা থাকা জরুরি। শুদ্ধ করে বাক্য সাজাতে না জানলে সাহিত্যের উঠোনে পদচারণা বেমানান। বলতেই হবে যে, মুহাম্মদ শামীম রেজা মূলত ছড়াকার হলেও ভাষার উপর তার দখল প্রশ্নাতীত। বাক্য সাজানাের ক্ষেত্রেও তার। পারঙ্গমতা রয়েছে। জেগে থাকো। পূর্ণিমা’ শিরােনামের বইটি পড়লে ভাষার উপর তার সকল দখলদারিত্ব উপলব্ধ হবে। বইয়ের গল্পগুলাে নাতিদীর্ঘ। পড়তে গিয়ে পাঠক বিরক্ত হবেন না। বরঙ একবার শুরু করলে। বাক্যের মাধুর্যই শেষ অব্ধি টেনে নিয়ে যাবে। আমি বইটির বহুল প্রচার ও প্রসার চাই। বাংলা ছােটগল্পে মুহাম্মদ শামীম রেজা নিশ্চয়ই অনেক দূর যেতে পারবে।