“বক্তৃতা শেখার কৌশল” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
বক্তৃতা সবাই দিতে পারে না। একজন অনেক জানেন, কিন্তু সাজিয়ে-গুছিয়ে লােকজনের সামনে মাইক্রোফোন নিয়ে বলতে পারেন না। এলােমেলাে করে ফেলেন। আবার অনেকে কম জানেন। কিন্তু বক্তৃতায় তুখােড়। সুতরাং বক্তৃতা একটি শিল্প এবং শিক্ষার অংশবিশেষ। বক্তৃতার কিছু সুনির্দিষ্ট নিয়ম ও বৈশিষ্ট্য আছে। বিষয়বস্তর আলােকে বক্তৃতা বিভিন্ন রকম হয়ে থাকে। এখানে সে সব বিষয়ই তুলে ধরা হয়েছে।