“ভবঘুরের শেষ প্রহর” বইয়ের পেছনের কভারে লেখা:এক শীতের সকালে ঘুম থেকে উঠে পার্কের ভেতরে নিজেকে কাফনের কাপড় পরিহিত অবস্থায় জীবিকার বলব রায়হান। নিজের পরিচয় জানায় সে, কিন্তু কেউ তাকে চিনতে পারে না | তার বাড়ির ঠিকানায় গিয়ে দেখতে পায় সব বদলে গেছে। তার কোন অস্তিত নেই পৃতিবীতে সে। যেন এক নতুন জগতে এসে উপস্থিত হয়েছে। ঠিকানাবিহীন এই যুবককে আশ্রয় দেন আকিৰ-চৌধুরী নামের এক চিত্রকর। কিন্তু এই জগত থেকে রাইলকে বর হতে হবে, নিজের জীতে ফিরে যেতে হবে। কিসের কারন থেকে বিতাড়িত রায়হান নিজের জগতে কী করে ফিরে যাবো কীসে