“ক্রমান্বয়” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
এক সকালে অফিসে ঢুকে স্বয়ংক্রিয়ভাবে রিপোের্ট দেয়া প্রিন্টারটি নষ্ট অবস্থায় আবিষ্কার করেন আমিনুল হক। যখন প্রিন্টার ঠিক করা হল ততক্ষণে দেখা গেলাে সুইফট কোড ব্যবহার করে এক বিলিয়ন ডলারের উপর ট্রানজেকশন অর্ডার দেয়া হয়ে গেছে। মাথায় হাত পড়লাে কর্তা ব্যক্তিদের। তৎক্ষণাৎ অর্ডারগুলাে ক্যান্সেল করার নির্দেশ দেয়া হল। কিন্তু বিধি বাম, নিউ ইয়র্কে তখন সপ্তাহান্তের ছুটি শুরু হয়ে গেছে। তদন্তে নামল ” সিআইডির টেকননা টিমের এক তরুণ গোয়েন্দা। সাধারণ মানুষের কষ্টের টাকা চুরি করা হ্যাকারদের ধরতে সে পাড়ি জমাল দেশের সীমানার বাইরে সে কি পারবে তাদের জালকে খুঁজে বের করে নিশ্চিহ্ন করতে? আর পর্দার অন্তরালে থাকা ব্যক্তিদের কী হবে? এসব কিছুর উত্তর পাওয়া যাবে সম্পূর্ণ কাল্পনিক থ্রিলার গল্প “ক্রমান্বয়ে”।