“হিরোশিমা থেকে ড্রোনযুদ্ধ” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
নােম চমস্কি ও আন্দ্রে ভিচেক এই বইয়ের মধ্য দিয়ে আমাদেরকে ১৯৪০ থেকে আজ পর্যন্ত পশ্চিমা শক্তির ও তাঁদের প্রােপাগান্ডাযন্ত্র বিষয়ে এক বুদ্ধিবৃত্তিক পরিভ্রমণে যুক্ত করেছেন। এই দুই গণবুদ্ধিজীবী এ বইয়ে আমাদের সময়ের সমাজ ও রাজনীতির সবচাইতে গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক বিষয়গুলাে নিয়ে আলােচনা করেছেন। নিকারাগুয়া, কিউবা বা চীনে ঔপনিবেশিক শাসনের ইতিহাস থেকে শুরু করে। সাম্প্রতিক মার্কিন সাম্রাজ্যবাদের প্রােপাগান্ডা যন্ত্র, এর পদ্ধতি ও শক্তি ক্ষয় নিয়েও আলােচনা করেছেন। অধ্যাপক চমস্কি হচ্ছেন এই শতকের সত্যকথক। তিনি পক্ষপাতহীনভাবে ইতিহাসের সত্য বলে চলেছেন গত প্রায় অর্ধশতক ধরে। আন্দ্রে ভিচেক একজন গণবুদ্ধিজীবী, চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক যিনি গণমানুষের সংগ্রামের ছবি তােলার জন্য, সেসকল সংগ্রামের ওপর রিপাের্ট করার জন্য ছুটে চলেছেন প্রায় সবকটি মহাদেশে ইতিহাসের এই পর্যালােচনামূলক বইটি অধ্যাপক চমস্কির রাজনৈতিক লেখালেখির সাথে পরিচিত হওয়ার একটা সুযােগ করে দেবে।