“নাইন-ইলেভেন” বইটির সম্পর্কে কিছু কথা:
নাইন-ইলেভেন আমাদের সময়ের ভয়াবহ সন্ত্রাসবাদী ঘটনাগুলাের অন্যতম। সারা দুনিয়ার রাজনীতির ইতিহাস বদলে দিয়েছে এই ঘটনাটি। বাংলা ভাষায় নাইন-ইলেভেনের সেই ভয়ঙ্কর সন্ত্রাসবাদী ঘটনার উপর নির্মোহ ভাষ্যের অভাব রয়েছে। বাংলাদেশের একটা অংশের মানুষ এই ঘটনাটিকে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে পশ্চিমা ষড়যন্ত্র হিসেবে দেখতে চায় আর আরেকটি অংশ ঘটনাটিকে বিশ্লেষণ করে একেবারেই পশ্চিমা বুলিবাগিশতা দিয়ে। এই দুই প্রধান ধারার বিপরীতে খুব নির্মোহ ও ক্রিটিক্যাল বিশ্লেষণ যারা করে থাকেন, তারা সত্যিই সংখ্যা লঘু।।
পশ্চিমেও এই মানুষদের সংখ্যা খুব বেশি নয় যারা এই ধরনের ভয়ঙ্কর ঘটনাগুলােকে ঐতিহাসিক প্রেক্ষিতে চুলচেরাভাবে বিশ্লেষণ করেছেন, সেই বিরল মানুষদের একজন হচ্ছেন অধ্যাপক নােম চমস্কি।
বিন লাদেন ও তার দলের করা এই ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলার বিপরীতে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা কী করেছে? আমেরিকা ও ব্রিটেনের নেতৃত্বে। পশ্চিমা দুনিয়া এই জঘন্য হামলার প্রতিশােধ নিয়েছে যেভাবে, তার স্বরূপ কেমন? সন্ত্রাসবাদকে রুখতে সারা দুনিয়াব্যাপী সন্ত্রাস ছড়িয়ে দেয়াটা কতটা যৌক্তিক? আমেরিকা ও ব্রিটেনের নেতৃত্বে সারা বিশ্বব্যাপী যে ‘ওয়ার অন টেরাের’, কেন এই পদ্ধতি সন্ত্রাসবাদ না কমিয়ে বরং ছড়িয়ে দিলাে সারা দুনিয়াতেই? এই ধরনের প্রশ্নগুলাের আগ্রহােদ্দীপক বিশ্লেষণ হাজির করেছেন নােম চমস্কি তার নাইন-ইলেভেন বইয়ে। নাইন-ইলেভেন নিয়ে পশ্চিমাদের বিলিয়ন ডলার প্রােপাগান্ডার বিপরীতে একটা নির্মোহ, ঐতিহাসিক বিশ্লেষণ পাওয়া যাবে এই বইটিতে।