কক্সবাজারের গােধূলি রিসাের্টের অন্যতম অংশীদার তানিম। শীতের এক ভােরে গােধূলি রিসাের্টে হারিয়ে যাওয়া প্রেমিকা বিপাশা আর তার স্বামী ইশতিয়াকের আকস্মিক আগমন তানিমকে স্মৃতিকাতর এবং আবেগতাড়িত করে। ঠিক একই সময় রিসাের্টে আগমন ঘটে কতগুলাে রহস্যজনক চরিত্রের। সুন্দরী, তীক্ষ্ণ মেধাবী আর সুগায়িকা স্বর্ণা রূপালীর সাথে ইশতিয়াকের এত মাখামাখি কেন? রিটায়ার্ড কর্নেল মুরাদ সাহেব কীভাবে অন্যদের ব্যক্তিগত জীবনের এত খবর রাখেন? এক বােরকাওয়ালি সারাক্ষণ ক্যামেরা হাতে কেন ঘুরে বেড়ায়? কিছু বুঝে ওঠার আগেই মাদক চালান আর বিপাশাকে ঘিরে আরম্ভ হয় কক্সবাজার থেকে রেঙ্গুন পর্যন্ত ব্যাপ্ত টান টান উত্তেজনার ইঁদুর-বেড়াল খেলা।