শব্দের বেখেয়ালি আঁচড় –ফ্ল্যাপে লেখার কথা শহরের রাজপথে কিছু অভিমানী বোধ মাঝে মাঝে স্বেচ্ছাবন্দী হয় হৃদয়ের চিলেকোঠায়। কিছু ঝরে যাওয়া আবেগ, খুঁজে পাওয়া অনুযোগ, টুকরো অভিমান আর জমানো এক আকাশ ভালবাসার বুনোটে অংশীদারিত্ব তৈরি হয়। কখনো কখনো একত্রিত হওয়া শব্দমালা পিচঢালা রাস্তা থেকে উঠে আসে গোপন কারো একছত্র রাজত্বে, শুনিয়ে যায় মন কেমনের গল্প। কারো কারো ক্লান্ত চোখের অনন্ত মায়ায় জড়িয়ে থাকে গোপন প্রণয়। পরিচিত পথের দাবিতে একান্ত মুহূর্তগুলো বলে যায়, না বলা অনেক কিছু। তারই কিছু ছন্দ সুর হয়, কিছু অনুভূতি কবিতা হয়ে যায়। কথার মায়ায় জড়ানো এইসব কবিতায় আঁকা হয় প্রেম, প্রকৃতি, বিষাদ আর বিচ্ছেদের ছবি শব্দের বেখেয়ালি আঁচড়ে।