“রবিনহুড” বইয়ের পেছনের কভারে লেখা:রবিন হুড অসৎ পথে ধনী হওয়া ব্যক্তিদের কাছে ছিল ডাকাত। গরিবের বন্ধু, দানবীর ইংল্যান্ডের শেরউড বনের রাজা ছিল সে। অনন্যসাধারণ এক তীরন্দাজ। নির্যাতিতের দুঃখে তার প্রাণ কাঁদত। যারা গরিবের রক্ত চুষে টাকার পাহাড় বানাত, তাদের টাকাকড়ি সুযােগমত লুট করে গরিবদের মাঝে বিলিয়ে দিত সে। কিংবদন্তীর নায়ক ছিল রবিন হুড, ছিল “স্বপ্নের ডাকাতদের যুবরাজ”।