বাউল চিন্তা জগতের অন্যতম পূরােধা দুদু সঁই। তাঁর দীপ্ত জ্ঞান জগতের আলােকে সমীহ করতেন গুরু লালন সাঁইও। মূলত বাউল দর্শন বিকাশের পাশাপাশি তিনি এর পরিরিধিও নির্ণয় করেছেন। বলা যায় আকার দিয়েছেন। গুরুবাদী মানবধর্মের ধারক এই মানবের রচনাসমূহ ক্রমশ প্রসঙ্গিক হচ্ছে। তার গানে চিত্রিত হয়েছে মানুষের দর্শন যেখানে রয়েছে সামাজিক ও আত্মিক উৎকর্ষের নানা অনুষঙ্গ।