“মেডিকেলে পড়ার দিনগুলো” বইটিতে লেখা ফ্ল্যাপের কথা: শিলার জন্মের পর দাদা শিলার মাকে বলেছিলেন—তােমার মেয়ের জন্ম সােমবার, ও খুবই ভাগ্যবতী। মাস খানেক পর মেজ খালা দেখতে এসে বলেন, মেয়েকে ডাক্তার বানিয়োে বুবু। সেই থেকে মায়ের ইচ্ছে—শিলা মেডিকেলে পড়বে। সেই লক্ষ্যকে সামনে রেখে শিলাকে নানা ঘাত-প্রতিঘাত সমলিয়ে পড়ালেখা করতে হয়েছে। পরে সহপাঠী শাওনের সঙ্গে শিলার বিয়ে হয়। শিলার মেডিকেলে পড়ার সময়কার ছােট ছােট ঘটনা তুলে ধরা হয়েছে এই বইয়ে।