‘মন্ত্রমুগ্ধ প্রজাপতি’ কাব্যগ্রন্থের লেখক কবি শামছুন নাহারের ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি প্রচ- ঝোঁক ছিল। ছাত্র জীবনে বিভিন্ন কলেজ ম্যাগাজিন, সাংস্কৃতিক সংগঠন কতৃক প্রকাশিত সাময়িকী ও বিভিন্ন পত্রিকায় তার কবিতা প্রকাশিত হয়েছে। এজন্যে তিনি বহুবার পুরস্কৃত হয়েছেন। বিশেষ করে কবিতায় অনন্য অবদানের জন্যে তিনি ২০০৬, ২০০৭ সালে বাংলাদেশ সাহিত্য ও সংস্কৃতি পুরস্কার লাভ করেন। ২০১০ সালে সাংবাদিক বজলুর রহমান স্বর্ণপদক ও ২০১৫ সালে ভারত থেকে ‘সাহিত্য শ্রী’ সম্মাননা লাভ করেন। তার লেখা প্রকাশিত কাব্যগ্রন্থÑ ১. ভালোবাসার নীল দুয়ার, ২. কষ্টের ঝুল বারান্দা, ৩. অনুভবে ছুঁয়েছি তোমায়, ৪. নগ্ন রাতের ঘ্রাণ, ৫. ফিরে এসো পুরাণের পাখি হয়ে, ৬. যৌথ পঞ্চ কবির প্রেমকাব্য ও ৭. স্পর্শের উষ্ণ। ছোটদের জন্যে তার প্রকাশিত গ্রন্থÑ ১. ভূতের তিন বোন, ২. স্বপ্নিলের গ্রাম দেখা, ৩. ঘুড়ি উৎসব, ৪. অপারেশন টংগাবাড়ি (মুক্তিযুদ্ধ বিষয়ক, প্রকাশিতব্য) ও ৫. প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়।