বইটির শিরোনামই বলে দেয় কৈফিয়ত নয়, আপামর মানুষ কেন বঙ্গবন্ধুকে অকৃপণভাবে ভালবাসে। কেবল তা-ই নয়, বঙ্গবন্ধুর মত একজন মহৎ বিশাল হৃদয়ের ব্যক্তিকে নিয়ে যারা নিন্দা করতেও দ্বিধা করে না, তাদেরও তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, বঙ্গবন্ধু কেন দল-মত নির্বিশেষে সবার কাছে প্রিয় ব্যক্তিত্ব।