২টা প্রশ্নের উত্তর না পারাতে বিসিএস মিস!!!
আচ্ছা বলুন তো ১০ জানুয়ারি ১৯৭২ আমাদের দেশের জন্য কেন গুরুত্বপূর্ণ? পারলেন না তো ,বাদ দেন। অন্ধদের জন্য ব্রেইল কে আবিষ্কার করেন কিংবা কত সালে? ঐতিহাসিক গণ-অভ্যুথান দিবস কবে? এমন হাজারো প্রশ্ন আমাদের জীবনে না লাগলেও পরীক্ষায় কিন্তু এগুলো বাদ দেয়া যাবে না। সামান্য নম্বরে যখন আপনার পজিশন অনেকটা পিছনে থাকবে তখন আফসোস করা ছাড়া কিছু থাকবে না। আবার সারা দিন আর কতটুকু সময় পাওয়া যায় যে দেশ-বিদেশের সকল খবরের দিকে নজর দেয়া যায়?
চাকুরীর পরীক্ষা গুলোতে সব বিষয় সমান ভাবে দরকার। অনেকে সাধারণ জ্ঞানকে তেমন কিছু মনে করেন না আবার অনেকে ডেইলি আপডেট রাখেন সকল নিউজ পোর্টালে। কখন কি হচ্ছে , কিছু তো বাদ পড়ে যাচ্ছে না । সাধারণজ্ঞান পার্টের অন্যতম অংশ এখন “মুজিব বর্ষ”। এই সংক্রান্ত নানা প্রশ্ন জানতে অর্ডার করতে পারেন “চলতি ঘটনা বাংলাদেশ ও বিশ্ব (মুজিব বর্ষ- জানুয়ারী ২০২০)”