পৃথিবীতে কোনাে ঘটনাই কারণ ছাড়া ঘটে না। তাই সব ঘটনারই বিজ্ঞানসম্মত ব্যাখ্যা রয়েছে। মাইক্রোওয়েভ ওভেন মুহূর্তের মধ্যে খাবার গরম করে কীভাবে, সেটা জানা খুব জরুরি নয় ঠিকই, কারণ আমাদের গরম খাবার পাওয়াটাই মুখ্য। ব্যাপার। কিন্তু যদি জানতে পারি কীভাবে এটা ঘটে, তাহলে নিজের মনের অন্ধকার কিছুটা দূর করা যায়। সমুদ্রের রং নীল কেন, পদ্মার ইলিশ সুস্বাদু কেন, সিদ্ধ করলে ডিম শক্ত কিন্তু আলু নরম হয় কেন—এ রকম হাজারাে প্রশ্ন আমাদের মনে ছােটবেলা থেকেই ঘুরে বেড়াচ্ছে। কখনাে এসবের উত্তর পাই, কখনাে পাই না। কিন্তু এ যুগের ছেলেমেয়েরা সবকিছু জানতে চায়; উত্তর না পাওয়া পর্যন্ত তারা আশ্বস্ত হতে চায় না। বিজ্ঞানের সব কঠিন প্রশ্নের সহজ উত্তর তাদের জন্য খুব দরকার। এ বইটি সেই তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়ার মতাে।