“দশ দিগন্তের দ্রষ্টা” বইয়ের সংক্ষিপ্ত লেখা:
আধুনিক বাংলা সাহিত্যের দশজন প্রধান কবিকে নিয়ে এই গ্রন্থ পরিকল্পিত। ইতিহাসের নিয়মে আমি থেমেছি একটু আগে—তিরিশের কবিতায়; তার পরেকার কাব্যবিবেচনা আমি এই ইতিহাসের অন্তর্ভূত করিনি। আধুনিক বাংলা কবিতার প্রায় দেড়শো বছরের ইতিহাসে এই দশজন কবিকে আমি মনে করেছি মুখ্য। এই দশজন কবিপ্রধান বাংলা কবিতার দশ দিগন্তের দ্রষ্টা—শুধু দ্রষ্টা নন, দর্শয়িতাও। এঁরা দেখিয়েছেন বাংলা কবিতার স্বভাবী-অস্বভাবী বহু পথ। তাহলেও, এটা ঠিক, ‘দশ দিগন্তের দ্রষ্টা’ এই বাক্যবন্ধ ঠিক-আক্ষরিক অর্থে নয়—কিছুটা আলংকারিক অর্থেই প্রয়োগ করেছি।
—আবদুল মান্নান সৈয়দ