“বেগমের কূটনৈতিক মিশন ও অন্যান্য” বইয়ের সংক্ষিপ্ত লেখা:
ব্রিটিশ শাসকের শতবর্ষের মিত্র লক্ষ্ণৌ-অযোধ্যায় বাদশাহ ওয়াজিদ আলী শাহকে মিথ্যা অপবাদ দিয়ে ভারতের ইংরেজ শাসকেরা তাঁর ক্ষমতা কেড়ে নিলে প্রতিবাদী হয়ে ওঠেন তাঁর মা স্বাধীন অযোধ্যা রাজ্যের শেষ রানি আউলিয়া বেগম। তিনি জাহাজ ভাড়া করে সঙ্গী-সহচর নিয়ে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে লন্ডনে পৌঁছান। উদ্দেশ্য ব্রিটেনের রানি ও ব্রিটিশ পার্লামেন্টের কাছে সরাসরি ন্যায়বিচার প্রার্থনা করা। ছেলেকে আবারও সসম্মানে গদিনশিন করা। আউলিয়া বেগমের এই রোমাঞ্চকর অভিযানের চমৎকার বর্ণনা আছে ও বইয়ে। রামমোহনের রাজা উপাধি লাভ ও বিলাতে দিল্লির বাদশাহের দূতিয়ালি; পূর্ববঙ্গে খ্যাপাটে সাহেবেরা বাংলায় মরণব্যাধি কালাজ্বর ইত্যাদি যা পাঠককে নিয়ে যাবে ইতিহাসের অন্দরমহলে, এত দিন যা ছিল প্রায় অজানা