করোনা যুদ্ধ ও ষড়যন্ত্র তত্ত¡’ বইতে লেখক মাহবুব আলম করোনা ভাইরাসের উৎস অনুসন্ধানের চেষ্টা করেছেন। সেই সাথে করোনা ভাইরাস নিয়ে সৃষ্ট বিতর্কের কারণ তুলে ধরেছেন বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে। একই সাথে করোনা ভাইরান নিয়ে বিতর্কের ভয়াবহ পরিণামের বিষয়ে সতর্ক করেছেন বিশের শান্তিপ্রিয় জনগণকে। কারণ এই বিতর্কে জরিয়ে পরেছে বিশের এক নম্বর পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও উদীয়মান শক্তি চীন। দুই দেশই পারমানবিক শক্তিধর দেশ। তাই লেখক এ বিষয়ে বিপদের যাত্রা কি হতে পারে তারও একতা চিত্র তুলে ধরেছেন। একই সাথে লেখন বিজ্ঞান ও বিজ্ঞানীদের প্রতি গভীর শ্রদ্ধা ও আস্থা রেখে বলেছেন, করোনা ভাইরাস প্রাক্রিতিকভাবে উৎপন্ন না ল্যাবে তৈরি এ বিষয়ে বিজ্ঞানীদের তথ্য অনুসন্ধান ও গবেষণার সুযোগ দিতে হবে। একমাত্র বিজ্ঞানীরাই পারেন এ বিষয়ে সঠিক তথ্য দিতে। লেখক সুস্পষ্টভাবে বলেছেন, করোনাভাইরাসের উৎস নিয়ে ক‚টতর্কের পরিবর্তে এর প্রকৃত উৎস অনুসন্ধান জরুরি। কারণ এর উপর নির্ভর করছে ভবিষ্যতের মহামারি প্রতিরোধের বিষয়। যা মানবজাতির জন্য অত্যন্ত জরুরি ও আবশ্যক।