কিছু পথ যাওয়ার পর রাতুল দেখলো শান্তি সাগর রোডে প্রচন্ড ভীড়। কোনোমতেই স্কুটি নিয়ে সেখানে ঢুকা সম্ভব না। রাতুল স্কুটিটা রাস্তার পাশে রেখে মানুষের ভীড়ের মধ্যে ঢুকার চেষ্টা করছে। গিয়ে দেখে সেখানে একটা স্কুটি মাটিতে পড়ে আছে। স্কুটির লুকিং গ্লাসটা দেখা যাচ্ছে। রাতুল লুকিং গ্লাসের দিকে তাকিয়ে আছে। লুকিং গ্লাসটা কিছুটা ভাঙ্গা কিন্তু ফ্রেমে অল্প পরিমাণ গ্লাস অবশিষ্ট আছে। সেই অল্পতেই সে কি যেন দেখার চেষ্টা করছে। কিন্তু দেখতে পাচ্ছে না। মানুষের জটলা লেগে যাওয়াতে একদম কাছাকাছি যাওয়াটাও সম্ভব হচ্ছে না। জটলা ভাঙ্গতে একসময় বাঁশির হুইসেল দিলো কে যেন৷ সবাই পিছনে ফেরে দেখে পুলিশ এসে পড়েছে। তারপর ভীড় ঠেলে পুলিশ কাছে গিয়ে পড়ে থাকা স্কুটিটা সরিয়ে একটা বড় চাদর দিয়ে মা মেয়ের গায়ের উপর দিয়ে ঢেকে দিলো…