“মাশরাফিনামা” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
মাশরাফি একজন ক্রিকেটার, একজন অধিনায়ক, একজন দলপতি, একজন অনুপ্রেরণা, আপনার চোখে কত কিছুই! তবে তার চেয়েও বড় পরিচয় মাশরাফি একজন মানুষ। মাশরাফি কিশােরের চোখে একরকম, প্রাপ্তবয়স্কের চোখে এক রকম আবার চিকিৎসাশাস্ত্রের মতে আরেক রকম। তবে ভিন্ন ভিন্ন সব মাশরাফিকে এক অভিন্ন প্রতিবিম্বে যােগ করার দায়িত্বভার নিলেন এক টিনএজ বালক। টিনএজ বালক লেখক নিজেই। টিন এজ বালকের চোখে বিস্ময়ের বিস্ময় মাশরাফিকে জানতে হলে বইয়ের বাকি পৃষ্ঠাগুলােও আপনাকে নিজ দায়িত্বে উল্টাতে হবে আর পড়তে হবে নিমগ্ন হয়ে। তবে পাঠ্যবইয়ের মত ধরাবাঁধা কিছু নেই। আনন্দ নিয়ে পড়ুন, আনন্দ নিয়েই টিনএজ বালকের চোখে ফ্রেমবন্দী হওয়া মাশরাফিকে জানুন। জানতে জানতে একসময়। আপনার কাছেই মাশরাফি এক অন্যরকম রােমাঞ্চ হয়ে দাঁড়াবে। একসময় আপনার কাছে ঠিক মনে হবে, মাশরাফি এক ফিনিক্স পাখি । বইয়ের পাতা উল্টানাের ফাঁকে হঠাৎ আপনার চোখে ভেসে উঠবে সম্রাট শাহজাহানের তাজমহলের ছবি। তখন আপনার কাছে এও মনে হতে পারে, মাশরাফি, ক্রিকেটের এক অপূর্ব তাজমহল! যখন আপনি নিজেই রােমাঞ্চের জায়গাটা আরাে বাড়িয়ে তুলবেন, তখন বইয়ের শেষে আপনার উপলব্ধি ছেয়ে যাবে। আপনাকে। আপনার মাঝেই তখন অজান্তে একটি কথাই উচ্চারিত হবে । মাশরাফির তুলনা উপমাহীন। মাশরাফি, ‘দ্য ওয়ান মাশরাফি!