আমি অদ্ভুত মেয়ে

৳ 200.00

লেখক শফিকুর রহমান শান্তনু
প্রকাশক স্টুডেন্ট ওয়েজ
আইএসবিএন
(ISBN)
9789849459088
ভাষা বাংলা
সংস্কার 1st Published, 2020
দেশ বাংলাদেশ

‘এখানে কথা বলার মানুষও খুব একটা নেই। বেশিরভাগ সময় বিছানার পাশে জানলা দিয়ে বাইরের আকাশ আর বৈদ্যুতিক তারে একটা শালিক দেখেই কেটে যায় আমার। এই একঘেয়ে ক্লান্তিকর শুয়ে থাকার প্রতিটা মুহূর্ত্তে টের পাই, জীবন আনন্দময়। তখন মনে হয়, আমরা প্রবল তৃষ্ণা নিয়ে যা চাই, তা পাই না। রাত দুপুরে হঠাৎ ঘুম ভেঙে গেলে অন্ধকারে পাশের বিছানা থেকে মা’র কান্না শুনতে পাই। বাবা বিরক্ত মুখে তাকে চাপা গলায় ধমক দেয়, যা হবার হবে। এত চিন্তা করো কেন?
আমি আবার ঘুমিয়ে পড়ি। মাকে একদিন বললাম, মা, আমার মনে হচ্ছে, আমি আর বাঁচবো না।’

এই গল্পটা ফারিয়ার। সে কি একজন মৃত্যুপথযাত্রী? তার বেড়ে ওঠা নিঝুম মফস্বলের দুরন্ত বন্ধুদের এ্যাডভেঞ্চারের গল্পও এটা। মা বাবা আর দাদিকে নিয়ে তার ছোট্ট পরিবার। তারা প্রত্যেকেই অদ্ভুত। বাবা সবসময় হেলমেট পড়ে ঘুরে বেড়ায়। দাদি পালেন এক এতিম ভূতের বাচ্চা। মায়ের বিচিত্র স্বভাব ফারিয়ার মধ্যে তৈরি করে অলৌকিক পৃথিবী। আমরা প্রত্যেকে মনে মনে হয়তো এমন একটা পৃথিবীই চাই।
আপনাকে সেই পৃথিবীতে স্বাগত।

টেলিভিশন খুললেই বিভিন্ন নাটকের নাট্যকারের ক্রেডিট টাইটেলে যে নামটি দেখা যায় তিনি শফিকুর রহমান শান্তনু। ১৯৮৪ সালের ১৪ ডিসেম্বর জন্ম নেয়া এই টগবগে তরুণ ধারাবাহিক ও একক নাটকসহ এপর্যন্ত ৪০০’র ওপরে টিভি নাটক লিখেছেন যেগুলি বিটিভি সহ অন্যান্য স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত। ডাংগুলি, ভালোবাসার উল্টো পিঠ, টার্মিনাল, বাতিঘর, গপ্পো, পাল্টা হাওয়া, ধানশালিকের গাঁও, ছলে বলে কৌশলে, সোনার শেকল, সেকেন্ড হ্যান্ড, থ্রি কমরেডস, ইতি তোমার মা, কাতান শাড়ি, অবাক যোগসূত্র, তৃতীয় বিবাহবার্ষিকী, রিসেন্ট প্রেম তার উল্লেখযোগ্য নাটক। একসময়ে গান লিখেছেন ব্যান্ডসঙ্গীতশিল্পী আইয়ূব বাচ্চু, এসআই টুটুলসহ অনেকের জন্যে। লেখালেখির শুরুটা গল্প দিয়ে। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে গল্প প্রকাশিত হয়েছে। এরপর ঈদসংখ্যায় উপন্যাস। সেই সূত্র ধরে বই প্রকাশের যাত্রা শুরু। ইতোমধ্যে তার ভিন্নস্বাদের উপন্যাস ‘খামসূত্র’, ‘গবলিন’, ‘আমি অদ্ভুত মেয়ে’ পাঠকপ্রিয়তা পেয়েছে। মা সাহিদা রহমান, বাবা বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুর রহমান খান। বাবার বদলির চাকরির সুবাদে প্রায় ৭ টি স্কুলে পড়ার সুযোগ হয়েছে। নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাশের পরে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে। নাটক ও নাট্যতত্ত¡ বিভাগ থেকে নাটক রচনা বিষয়ে প্রথম শ্রেণীতে ¯œাতকোত্তর শেষে লেখালেখিকেই পেশা হিসেবে বেছে নেন। পাশাপাশি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিক্ষকতা করছেন। ভাষায় রসবোধ ও জীবনের গভীর উপলব্ধিকে স্পর্শ করাই তার লেখার বিশেষত্ব।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ