সময় ধাবমান, তবে চিহ্ন রেখে যায়। সময়ের সেই চিহ্ন সবার নজরে পড়ে না। অধিকাংশের নজরে না এলেও কতিপয় মানুষ তা দেখেন। তারা সেই সময়টুকু আটকে রাখতে চান নিজস্ব ফ্রেমে- সময় চলে যাক, তবু সেই সময়ের ছাপটা থাকুক। এমন ভাবনা থেকেই কলমের নয় কি প্যাডে লেখার শুরু। প্রথম প্রকাশ ফেসবুকে, তারপর এবারে মলাটে বন্দী বই।