দিন যায় অপেক্ষা থাকে পরের দিন বা রাতের । জীবনটা এভাবেই কেটে যায় মানুষের। পাওয়া না পাওয়ার হিসেব মিলে না। শৈশব থাকে কৈশােরের অপেক্ষায় থাকে বুক ভরা স্বপ্ন নিয়ে। স্বপ্নকে হাতের মুঠোয় পেতে অপেক্ষার প্রহর কাটে। মনের অজান্তে ছােট ছােট শব্দের গাঁথুনী হয়ে যায় কবিতা কিংবা গান। অপেক্ষার শেষ হলে নতুন স্বপ্ন বাসা বাঁধে আবারও অপেক্ষার…