একবার আমি দেখছিলাম একজন জোকার, একটা ক্লাউন, মঞ্চে উইঠা উপস্থিত জনতারে আতংকিত মুখে বলতেছে মঞ্চের পেছনের দিকে আগুন লাগছে। ভয়াবহ আগুনের দাঊদাঊ, সমস্ত কিছু গ্রাস করার দৃঢ় প্রত্যয়ে সে প্রবাহমান। মানুষ হাসে। তারা এমন কৌতুক আর দেখে নাই। ক্লাউন বলে, আগুন আগুন। মানুষ হাসে। আর ধীরে ধীরে আগুন ঘিইরা ধরে চারপাশ।
মানুষ বুঝতে পারে একসময়। কিন্তু করার কিছুই আর থাকে না তখন।