আমাদের প্রাত্যাহিক জীবনে-পরিবার, পরিবেশ, সমাজ, সংস্কৃতির মধ্যে বিভিন্ন সময়ে প্রেম সংক্রান্ত জটিল পরিস্থিতিতে পড়তে হয়। এ রকম জটিলতাপূর্ণ বিষয়ের নেপথ্য বিশ্লেষণ জানা না থাকলে তার সমাধান দুস্কর হয়ে যায়। এই কারণগুলোর বর্ণনা এবং সমাধানে গ্রন্থটি পাঠকদের উপকারে লাগবে বলে মনে করি এবং পারিবারিক জীবনে প্রেম ভালোবাসা নিয়ে দাদা, দাদী, পিতা, মাতা, পুত্র, কন্যাসহ সবাইকে যেসব অস্বাভাবিক পরিস্থিতিতে পড়তে হয়; এগুলোর সল্প পরিসরে তাত্বিক ও বৈজ্ঞানিক সমাধান দেবে বলেও আশা করি।