“জাস্ট লাইক হেল” বইয়ের পেছনের ফ্ল্যাপে লেখা:নেইট সাদার্ড কিছুটা মেজাজী, লাজুক প্রকৃতির। সরু এক লিকলিকে দেহ নিয়ে চলাফেরা করেন এই লেখক। তার মাথায় টাক আছে, আছে চর্মরােগ। লেখালেখি করেন। এছাড়া। বাকি সময় ব্যয় করেন রান্নায়। থাই ফুড আর ফ্রাইড চিকেনেই তার যত মনােযােগ। লেখক সাহেব তাে দাবি করেন তিনি ফ্রাইড চিকেনের পঞ্চাশটার মত রেসিপি-র উদ্ভাবক। তার সাম্প্রতিক আবিষ্কার কফি ফ্লেভারের আইসক্রিম। এটাই এখন। লেখকের ধ্যানজ্ঞান। আপনি কি জানেন চকলেট আইসক্রিমের সাথে কফি মেশালে সেটা মােচা লাটে আইসক্রিম হয়? নেইট সাদার্ড কিন্তু সেটা জানেন! বর্তমানে তার বাস অস্টিন, টেক্সাসে। বেচারা লেখক স্কেটবাের্ডিং পারেন না। সেটা করতে গেলে হালিদুয়েক আছাড় খেয়ে চিৎপটাং হয়ে যান। তার ছােটগল্পগুলাে নাইটমেয়ার ম্যাগাজিন, সিমেটারি ড্যান্স, ব্ল্যাক স্টাটিক, ল্যাম্পলাইট, থাগলিট সহ আরও অনেক ম্যাগাজিনে এসেছে। জাস্ট লাইক হেল লেখকের সবচেয়ে বিতর্কিত এবং বিখ্যাত মতান্তরে কুখ্যাত উপন্যাস।