গভীর রাতের নিজস্ব কিছু সৌন্দর্য আছে। সেই সৌন্দর্যের আলোয় মানুষের মনে একটা ঘোর জন্মে। সেই নেশা ধরা ঘোরের সাথে একাকী ভালোলাগার এক মধুময় জীবন। যে জীবনে রঙের আলোকচ্ছটা নিয়ে আসে ষড়ঋতু। ছয়টি তারের সুরের মূর্ছনায়
জীবন কেটে যায় টুংটাং।
জীবন কেটে যায় দ্ব›েদ্ব
জীবন কেটে যায় ষড়ঋতুর ছয়টি রঙে
জীবন কেটে যায় জীবনের নিয়মে
এপারে বসে একা আমি হাহাকারে
ওপারেতে ঈশ্বর নীতিনির্ধারণে।
হায় হৃদয় পুড়ছে একাকী প্রেমে অপ্রেমে।