ফেরারি অমাবস্যা জীবন নদীর বাঁকে ষড়রিপুর টানে ফিরে আসে বারবার। কৃষ্ণপক্ষের শেষ তিথিতে চন্দ্রকলা অদৃশ্য হয়। পৃথিবীর বুকে নামে ঘোর অন্ধকার। অমাবস্যা আছে বলেই পূর্ণিমার এত প্রাপ্তি এত আনন্দ। উদ্ভ্রান্ত ফেরারি স্মৃতির কষ্ট ভোলা যায় না, জীবন ভুলতে দেয় না। লুকায়িত সকল সত্যই জীবনকে বদলে দেয়। প্রাপ্তির পেছনের সেই আঁধারটুকু অপ্রকাশিতই থাকে। কষ্ট, ক্ষোভ, বেদনার জোয়ারভাটা শেষে পূর্ণ হয় চন্দ্রকলা। সবাই শুধু আলোতেই বিভোর থাকে। অন্ধকারই সেই আলোর বীজ রোপন করে। হৃদ্কমলে খেলছে আসি জোয়ারভাটা দিবানিশি অমাবস্যার পর উদয় শশী দেখ তার কারসাজি। সুধা বর্ষে রাশি রাশি কে জানে সে রূপলীলে। পবিত্র লালন (৬৮৭/৩)