‘গুল্টু’র ছড়াগুলো এমনই যে শিশুরা সেগুলো শুনতে শুনতে করলামাখা ভাতও গপাগপ খেয়ে ফেলবে। বন্ধু ভেবে ছুঁতে চাইবে বইয়ে আঁকা চরিত্রগুলোকে। আর যারা একটু বড়, মানে কিশোরবয়সীরা ছড়াগুলো পড়ে ফেলবে ঝড়ের বেগে। কারণ, প্রতিটি ছড়াতেই আছে অদ্ভুত একেকটি গল্প। সবচেয়ে বড় কথা, শিশু-কিশোরেরা ছড়াগুলো মুখস্থ করে ফেলবে পরম মমতায়। আর বড়রা? সন্তানদের পড়ে শোনাতে শোনাতে তাঁরাও বইটি ভালোবেসে ফেলবেন; কে না চায় শৈশবে ডুবে যেতে? অভিনব বিষয়আশয়, নিটোল ছন্দের চিরকালীন দোলা আর চোখজুড়ানো সব ছবি নিয়ে ‘গুল্টু’। বইটি শিশু-কিশোরদের ছেলেবেলার সঙ্গী হয়ে উঠবে বলেই আমাদের বিশ্বাস।