“অ্যান্থলজিসনা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বর্তমান যুগে লেখালেখি করে যে এমন মানুষ পাওয়া যাবে অনেক। কলম ঘুরানাের ইচ্ছে সবার মনেই থাকে কিন্তু গুটি কয়েক মানুষ। লেখালেখি করার প্রতিভা ধারণ করে। আজকের লেখক এবং পাঠকদের মধ্য থেকে এদেরকে খুজে বের করাই আমাদের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য থেকেই এই প্রােজেক্টের এতদূর এগিয়ে আসা। অমর একুশে গ্রন্থমেলাকে সামনে রেখে আফসার ব্রাদার্স চতুর্থবারের মত নিয়ে আসে “রাইটর্সি প্রােজেক্ট” ২০১৯। অসংখ্য লেখা থেকে নির্বাচিত করা হয়েছে নতুন কয়েকজনকে এবং পূর্ববর্তীতে নির্বাচিতদের অনেকেই ফিরে এসেছেন। থ্রিলার, ভৌতিক এবং সায়েন্স ফিকশন জনরার সর্বমােট ২৫টি মৌলিক এবং অনুবাদ গল্প নিয়ে প্রকাশিত “অ্যান্থলজি” আপনাকে বিস্ময়, ভয় এবং অবাক করা এক আনন্দ এনে দিবে।