সারসংক্ষেপ
মাঝরাতের ঠাণ্ডা বাতাস লাগছে গায়ে। তাও ঘেমে চুপচুপে অবস্থা। তিনজন মানুষ হাত দিয়েই সরাতে শুরু করেছে ভেজা ও শুকনো মাটির স্তূপ। কিছুক্ষণ পর বেরিয়ে এলো সাব্বিরের লাশ। বুকে দুটো গুলির চিহ্ন। এসিস্টেন্ট এসপি হাফিজ যত তাড়াতাড়ি সম্ভব ফরেনসিককে কল করলো। লাশটা রাতের মধ্যেই সরিয়ে ফেলতে হবে।
পরদিন সকাল থেকে শুরু হল ইনভেস্টিগেশন। কিন্তু যে দিকেই এগোচ্ছে গোছানো হাতে তোলা দেয়ালের সম্মুখীন হতে হচ্ছে তাকে। আর দেয়ালের অপর পাশে দাড়িয়ে আছেন সফি খন্দকার, যার ক্ষমতার নাগালে সমগ্র বাংলাদেশ। খুনের এই প্যাঁচ খুলতে হাফিজকে হয়তো এমন এক পথে এগোতে হবে যার লোভ কেউই সামলে ফিরে আসতে পারে না।